অর্থহীন- Aurthohin

Hoytoba valobasha- হয়তো বা ভালবাসা

হয়তোবা ভালোবাসা কোন ছোট্ট একটি ঘর
ঝড়ো হাওয়া, বৃষ্টিতে দেবে তোমায় আশ্রয়
যখন চারিদিক আধাঁর তুমি নিসঙ্গ একা
ভালোবাসার স্মৃতি হাসাবে তোমায়
হয়তোবা ভালোবাসা কোন ছোট্ট জানালা
তোমায় ডাকবে সে যে কাছে দেখাবে ভুবনটা
যদি যাও হারিয়ে কোন এক অজানায়
ভালোবাসার স্মৃতি ফেরাবে তোমায়
ভালোবাসা কারো কাছে যেন এক টুকরো মেঘ
কেউ বলে এই জীবন অথবা অনুভুতি এক
কারো জন্য কাছে পাওয়া অথবা চলে যাওয়া
কেউ বলে সবকিছুই আর কেউ অজানা
হয়তোবা ভালোবাসা কোন বিশাল এক সাগর
যেন শীতের রাতের আগুন যেন বৃষ্টির চেনা সুর
আমার স্বপ্নগুলো যদি পাই হাতের মুঠোয়
ভালোবাসার স্মৃতিতে রাখবো তোমায়
ভালোবাসা কারো কাছে যেন এক টুকরো মেঘ
কেউ বলে এই জীবন অথবা অনুভুতি এক
কারো জন্য কাছে পাওয়া অথবা চলে যাওয়া
কেউ বলে সবকিছুই আর কেউ অজানা॥
হয়তোবা ভালোবাসা কোন বিশাল এক সাগর
যেন শীতের রাতের আগুন যেন বৃষ্টির চেনা সুর
আমার স্বপ্নগুলো যদি পাই হাতের মুঠোয়
ভালোবাসার স্মৃতিতে রাখবো তোমায়…

Design a site like this with WordPress.com
Get started